Monday, August 25, 2025
HomeScrollভারতে বিল গেটস, সংসদে সাক্ষাৎ করলেন নাড্ডা ও অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে

ভারতে বিল গেটস, সংসদে সাক্ষাৎ করলেন নাড্ডা ও অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে

নয়াদিল্লি: ভারতে এলেন বিল গেটস (Bill Gates) । নয়াদিল্লিতে (Delhi) সংসদে (Assembly) এসে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (BJP chief JP Nadda) ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnav) সঙ্গে। এই নিয়ে তৃতীয় বার ভারতে এলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব বিল গেটস।

অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবুর নাইডুর সঙ্গেও আজ সাক্ষাৎ করবেন তিনি। নাইডু ও গেটসের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। স্বাস্থ্য ও কৃষি, শিক্ষায় অন্ধ্রপ্রদেশের তার ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে বৈঠক হবে। একটি সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন চুক্তি হতে পারে।

 

আরও পড়ন: মণিপুর সফরে সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি

অপরদিকে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে কৃষিতে ভবনে ১৭ মার্চ বিল গেটসের সঙ্গে কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে তারা কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

গেটস ফাউন্ডেশনের (Gates Foundation) সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে চৌহান বলেন, যে ভারত এবং গেটস ফাউন্ডেশনের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ডিজিটাল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈবপ্রযুক্তি এবং জলবায়ু-বান্ধব কৃষি কৌশলের ক্ষেত্রে। কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের উদ্যোগে বিপ্লব আনার জন্য ইন্ডিয়া এআই মিশন (India AI Mission) এবং গেটস ফাউন্ডেশন শীঘ্রই একটি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, উন্নত ফসল, শক্তিশালী স্বাস্থ্যসেবা, স্মার্ট শিক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য AI সমাধান – শীঘ্রই ইন্ডিয়া AI মিশন এবং @gatesfoundation এর মধ্যে MoU চুক্তি স্বাক্ষরিত হবে’। ভারত এআই মিশন কৃষি, স্বাস্থ্যসেবা, আবহাওয়া পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে এআই অ্যাপ্লিকেশন বিকাশের উপর নজর দিয়েছে। সামাজিক সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর জন্য এই ক্ষেত্রগুলিতে আঠারোটি অ্যাপ্লিকেশন চিহ্নিত করা হয়েছে। এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন, শেখার অক্ষমতা এবং কৃষি প্রযুক্তি সমাধানের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করবে, লক্ষ লক্ষ মানুষের কল্যাণে AI অবদান রাখবে তা নিশ্চিত করবে।

দেখুন অন্য খবর:

 

 

 

 

 

 

 

 

 

Read More

Latest News